ঠাকুরগাও এর বালিয়াডাঙ্গী ও পিরোজপুর জেলার মঠবড়িয়ায় মতুয়া সম্মেলনে হামলাসহ সারাদেশে অব্যাহত
সাম্প্রদায়িক হামলা, হুমকি, দেব-দেবীর বিগ্রহ ভাঙচুর ও ধর্ম অবমাননার প্রতিবাদে “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ” কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা শাখার আহবানে ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় শহরের আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ” গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিত বকসী সুর্য্য এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চঞ্চল সাহার সঞ্চালনায় মোবাইলে বক্তব্য রাখেন – বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ” কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত, পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি পরেশ চন্দ্র সরকার, উদীচী গাইবান্ধার সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা,সম্মিলিত সাংস্কৃতিক সাংস্কৃতিক জোট গাইবান্ধার সভাপতি সাখাওয়াত হোসেন বিপ্লব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ” সিনিয়র সহ সভাপতি দীপক রায়, জাসদ এর সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সামাজিক আন্দোলন পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি নিমাই চন্দ্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার যুব বিষয়ক সম্পাদক পলাশ চাকী, যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার আহবায়ক সুমন চক্রবর্তী, সদস্য সচিব অভিজিৎ দাস, ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার আহবায়ক মানিক বর্মন, কলেজ শাখার আহবায়ক গোবিন্দ চন্দ সহ অনেকে।
মানববন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পুজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠন এর গাইবান্ধা ৭ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা- প্রধানমন্ত্রী সহ প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করে হামলাকারীদের গ্রেফতার এর দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কর্মসুচি গ্রহণ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।