শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯জন্য শনাক্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন            দিনাজপুর পুনর্ভবা নদীর পানি সোমবার সকাল ৮ দিকে বিপদসীমা অতিক্রম করেছে মোটরসাইকেলসহ পলাশবাড়ী থানা পুলিশের হাতে ৯ জন আন্তঃজেলা চোর গ্রেফতার  ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিলো এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা- গাইবান্ধায় হুইপ গিনি এমপি ভুট্টার উৎপাদন হয়েছে ৬৭ লক্ষ টন যা মুলত দেশের উত্তর বঙ্গে উৎপাদিত হচ্ছে । গাইবান্ধায় নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।  কারিগরী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও শেলাই মেশিন বিতরণ  দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক হূমায়ুন কবীরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। কৃষকদের অধিক সেবা দিতেই স্কুটি নিয়ে ছুটে চলছেন নারী উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

গাইবান্ধায় মোহনার ১৫১ তম মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তুললো দম্পতি সৈকত ও ফাইজা জয়া

সঞ্জয় সাহা
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব সংস্কৃতি শেকড় এর সন্ধানে” শ্লোগানে গাইবান্ধায় মোহনার ১৫১ তম মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মাতিয়ে তুলেন এই প্রথম দুই দম্পতি আব্দুল্লাহ আল ফাহাদ সৈকত ও ফাইজা জয়া।

জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক সংগঠন মোহনার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মোহনা অনুষ্ঠিত হয়। মোহনার উপ- পরিচালক চুনী ইসলাম এর সঞ্চালনায় দম্পতির মধ্যে দেশের গান গেয়ে অনুষ্ঠান শুরু করেন নড়াইল জেলার কুড়িগ্রাম নামক স্থানের সঞ্জয় দাস ও পার্বতী রানী দাস এর কন্যা ফাইজা জয়া। ছোটবেলায় মা পার্বতীর কাছে ফাইজার হাতে খড়ি। পর পর দুটি গান পরিবেশন করেন। এরপর চিরদিনই তুমি যে আমার গান পরিবেশন করেন গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার পেপুলিজোড় গ্রামের পিতা ওমর ফারুক ও মা ফাতেমা বেগম এর পুত্র আব্দুল্লাহ আল ফাহাদ সৈকত সৈকত। স্ত্রী ফাইজা জয়া ও কন্যা আফিয়া ইবনাদ সারাহ সৈকতের সংগীত জগতের আলাদা অনুপ্রেরণা। ছোটবেলায় সৈকতের বড় মামা স্কুল শিক্ষক রেজাউল আলম এর কন্ঠে গান শুনে সংগীতের প্রতি ভালোলাগা জন্মায় সৈকতের। পরবর্তীতে সংগীত শিক্ষক মিজানুর রহমান মন্ডল মিলনের কাছে সংগীতে হাতে খড়ি হয়।

যন্ত্রে সহযোগিতা করেন গাইবান্ধার নন্দিত তবলা বাদক মাহমুদ সাগর মহব্বত। কিবোর্ড এসএম স্বাধীন, প্যাড: মানিক বর্মন এবং গিটারে রিয়াদ। শব্দ যন্ত্রে – শব্দ ঘর। ভিডিও ধারণ: গাইবান্ধা ব্রীজরোড এর আর, কে কম্পিউটার এন্ড মাল্টিমিডিয়া। পুরস্কার প্রদানে ষ্টেশন রোডস্থ সংকলন লাইব্রেরী। মোহনা পরিচালনা পরিবারে রয়েছে- পরিচালক শাহ মশিউর রহমান। উপ-পরিচালক চুনী ইসলাম, মাসুদুল হক, সহকারী পরিচালক – সিরাজুল ইসলাম সোনা, সাজ্জাদ চৌধুরী, দেবদাস রায় ও রিক্তু প্রসাদ। স্টিয়ারিং কমিটিতে রয়েছে জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা ছাড়াও সংস্কৃতি ব্যাক্তি খাজা সুজন। সদস্য – আফরোজা বেগম লুপু, অমিতাভ দাস হিমুন, জাহিদুল ইসলাম জাহিদ, শিরিন আকতার,টিটু কর্মকার, পলাশ চন্দ্র মোদক,জলি ভট্টাচার্য, মোদাচ্ছেরুজ্জামান মিলু, রেজাউন্নবী রাজু, খন্দকার শামীম আহমেদ, মেজবাউল হক মিঠু সহ অনেকে।

অনুষ্ঠান শেষে সংকলন লাইব্রেরীর পক্ষ থেকে শিল্পী ফাইজা জয়াকে বই উপহার দেন সংকলন লাইব্রেরীর প্রোপাইটার যামিনী রঞ্জন সেন, ও সৈকতকে সদস্য দেবাশীষ রায়।

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102