সরকারের রাজস্বখাত কে ফাঁকি দিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ গোপনে নামমাত্র মুল্যে নিলাম দেখিয়ে বিক্রির প্রতিবাদে ইউনিয়বাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে বক্তারা উক্ত দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রাম উন্নয়ন সমিতি কর্তৃক বেংগুলিয়া গ্রাম হতে খোর্দ্দ টেংরা গ্রাম পর্যন্ত রাস্তার দু’ধারে ২০০৭ সালে ইউক্লিপটার্স গাছ রোপন করা হয়। উক্ত রোপনকৃত গাছের মধ্যে ২৪৭টি গাছ ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,গাছ রোপনকারী সমিতির নেতা আব্দুর রাজ্জাক ও উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগসাজোসে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের গাছ গুলো নাম মাত্র মুল্যে ৪ লক্ষ ৮৮ হাজার টাকায় বিক্রি করে বাকী টাকা ভাগ-বাটোয়ারা করেছেন মর্মে অভিযোগ উঠেছে।