গাইবান্ধার সাদুল্লাপুরে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রবিবার দুপুরে জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাংবাদিক আমিনুর রহমান প্রমুখ । আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সদস্যা, ইউনিয়ন সমাজকর্মী, সুধীজন, ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
সভায় বক্তারা বলেন আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই পরিবারের পাশাপাশি এই শিশুদের সঠিক পরিবেশে গড়ে তুলতে সমাজকর্মীদের ভূমিকার কোন বিকল্প নেই। তাই শিশু সুরক্ষায় সমাজকর্মীদের আরো বেশি গুরুত্ব প্রদানের আহ্বান জানান বক্তারা। এছাড়াও বনগ্রাম ইউনিয়ন পরিষদ ও দামোদর পুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।