বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাইবান্ধায় ” শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি”র আয়োজনে ৩রা ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বাস মুকিতুর রহমান। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন – বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড: হেমায়েত উদ্দিন মোল্লা, সহ- সম্পাদক জামিল আহমেদ, আজিজুর রহমান সরকার, কার্য নির্বাহী সদস্য এড. মো: নাজমুল হুদা নাহিদ, কেন্দ্রীয় সদস্য এবিএম শাহজাহান আকন্দ,রফিকুল ইসলাম সুমন, সৈয়দ নেয়ামুল ইসলাম নিয়ন, গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব। এ সময় জেলা যুবলীগ এর বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অসহায় দরিদ্র শীতার্ত ১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।