গাইবান্ধা জেলার সদরে মধ্যধানঘড়ার (সুংসুগীর মোড়ে) অবস্থিত খন্দকার মেমোরিয়াল স্কুল। একি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে। আজ ৩১ জানুয়ারি ২৩ ইং তারিখ মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়, চলবে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। চারটি পদের বিপরীতে এই ছাত্র সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে। প্রধান শিক্ষক জনাব এটিএম মন্জুরুল হক লিমন জানান গণতন্ত্র চর্চা ও সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নেতা তৈরি হবে এই নির্বাচনের মাধ্যমে, যারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
নির্বাচন চলাকালে ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা খুব আনন্দিত বলে জানান।
উল্লেখ্য যে, খন্দকার মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব অ্যাডভোকেট জুননুন আহমেদ সুফি মিল্টন এবং সার্বিক সহযোগিতায় আছেন অ্যাডভোকেট সাজেদুল আলম জনি। প্রতিষ্ঠা কালীন সময় থেকে অত্র বিদ্যালয়টি সুনামের সহিত শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে । ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে জানা যায় বিদ্যালয়টি নিয়মিত পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সময় সাংস্কৃতিক ও ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে ।