লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই এলাকায় ভুট্টা ক্ষেত নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার মোহাম্মদ আলী ও আহাম্মদ আলীসহ তার লোকজনের বিরুদ্ধে।
ওই এলাকার আব্দুস ছামাদের পূত্র আক্তারুজ্জামান এ ঘটনায় বাদী হয়ে সোমবার রাতে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগে আক্তারুজ্জামান দাবী করেন, তার ভোগদখলীয় জমিতে গত ২৯ জানুয়ারী বিকালে তার জেঠাতো ভাই মোহাম্মাদ আলী, আহম্মেদ আলী ও ভাতিজা মামুন, রমজান আলী, ভগ্নিপতি সোহরাফ আলী, ভাগ্নিজামাই মকছেদুল ইসলামসহ তাদের লোকজন অবৈধভাবে জবর দখলের জন্য ভুট্টা ক্ষেত নষ্ট করে। তারা ভুট্টার গাছ গুলো কেটে ও তুলে ফেলে ক্ষতিসাধন করেন। তিনি ও তার পরিবারের লোকজন তাদের এ কাজে বাঁধা দিতে গেলে তারা প্রাণ নাশের হুমকি দেয় । এতে তিনি একদিকে যেমন অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি অন্যদিকে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে স্থানীয় থানায় একটি অভিযোগও করেছি।
এ বিষয়ে অভিযুক্ত সোহরাফ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আদালতের রায় পেয়ে জমি দখলে গিয়েছি।
হাতীবান্ধা থানা ওসি শাহা আলম জানান, অভিযোগের আলোকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।