গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আগুনে দুটি পরিবারের ৬টি শয়ন ঘর, নগদ টাকা সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষনিক ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে অনুদান প্রদান করলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার।
জানা যায়, উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া গ্রামের শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে দুলাল মিয়া’র ঘরের রাইচকুকার থেকে আগুনের সুত্রপাত হয়। পরবর্তীতে মুহুর্ত্তের মধ্যে তার চাচা নুলু মিয়া’র ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে বাড়ির লোকজনসহ আশপাশের লোকজন ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আগুন লাগার খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে ওই দুটি পরিবারের টিনসেট ঘর, নগদ ৬৫-৭০ হাজার টাকা, ধান-চাল সহ সকল আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়েছে।
উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা আগুন লাগার বিষয় টি নিশ্চিত করেন।
এদিকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে সরকারি তহবিল থেকে ৭হাজার ৫শত টাকা করে দুই পরিবারের মধ্যে সরকারি সহযোগীতা হিসেবে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওছার আলী, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শহিদুজ্জামান শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রভাতী প্রকল্পের আল-আমীন সহ প্রমুখ।