গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাখালবুরুজ ইউনিয়নের রাখালবুরুজ ফকির পাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে শাহীন খন্দকার গং এর বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের রাখালবুরুজ ফকির পাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন সরকারের ছেলে সাখাওয়াত হোসেন সরকারের সাথে একই গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে শাহীন খন্দকার গং এর সহিত দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে সাখাওয়াত গংরা ইতিপূর্বে গাইবান্ধা এডিএম কোর্টে মামলা মোকদ্দমা দায়ের করলে (যার পিটিশন নম্বর ৫৭২/২১, ধারা ১৪৫/১৪৫) গত ২৫ জানুয়ারি ২০২৩ উক্ত মামলার রায় পক্ষে পায়। এতে বিবাদী পক্ষ শাহীন খন্দকার গং রা ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধ হয়ে ওই দিন রাতে সাখাওয়াতের স্বত্তদখলীয় পুকুরে গ্যাস ট্যাবলেট বিষ প্রয়োগ করে। এতে আস্তে আস্তে বিভিন্ন প্রজাতির অনুমান ৯ মন মাছ মারা যায় । এতে অনুমান ৮০,০০০/ আশি হাজার টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সাখাওয়াত হোসেন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় শাহীন খন্দকার সহ তিন জন কে আসামী করে একটি এজাহার দায়ের করেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবী ভুক্তভোগী পরিবারের।।