বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ২৫ জানুয়ারী বুধবার সকালে শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও জেলা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মীর এস এম শামীম।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রমতোষ সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার এর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি শাহ মাইনুল ইসলাম শিল্পী, গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, জেলা ইউনিট কমান্ড এর সাবেক ডেপুটি কমান্ডার ওয়াশিকার ইকবাল মাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – বঙ্গবন্ধু ফাউন্ডেশন সদর উপজেলার সভাপতি রেজাউল করিম ভুট্টু, সিনিয়র সহ-সভাপতি শহিদুল আলম সগীর, জেলা যুব ফাউন্ডেশন সভাপতি বুলবুল আহমেদ বাপ্পি, সাধারণ সম্পাদক বাবুল আহমেদ,পৌর শাখা আহবায়ক বাহাদুর শেখ সহ অনেকে।
শেষে গরীব, অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।