গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৪-১-২৩ ইং বিকাল ৪ ঘটিকায় শাখাহার ইউনিয়নের পূর্ব দইহারা যুব সমাজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন ও খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে গরু ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে খাসি পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান।
শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সাইদ জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন,সাবেক প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম,কামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জল,রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলু,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার,যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরু,যুগ্ম আহবায়ক ফরহাদ আলী,সহ শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। খেলায় কাটাবাড়ি ইউনিয়ন একাদশ কে পরাজিত করে আসাদ মোড় ব্যবসায়িক সমিতি চ্যাম্পিয়ন হন।