গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাজ সেবা অফিসের আয়োজনে পল্লী সমাজসেবা কার্যক্রম ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের আওতায় ৫৮ জন উপকার ভোগীর মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে।
২৩ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান।গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম,উপজেলা সমাজসেবা অফিসার শফিউল আলম মন্ডল,সহ কর্মকর্তা বৃন্দ।