গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষকলীগকে আরো সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন কমিটির সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট।
তিনি বলেন, নতুন কমিটির সকল সদস্য অবশ্যই নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে স্ব-স্ব পদে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। আশা করি, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তৃণমুল পর্যায় পর্যন্ত কৃষকলীগকে আরো সুসংগঠিত করা সম্ভব হবে।
রবিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন কৃষকলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ রায়হানুল হক বরার্ট।
সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রায়হানুল হক বরার্ট আরও বলেন, আমার কাঁধে দেয়া দায়িত্ব পালনে সর্বদাই নিজেকে আত্মনিয়োগ করবো। একই সঙ্গে এমপি উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্ব ও নির্দেশনায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখসহ আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যেই কাজ করতে চাই।
কলেজ জীবনে ছাত্রলীগের হাত ধরেই রাজনীতিতে আসা সৈয়দ রায়হানুল হক রবাট ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ৯৬ এর ভোট-ভাতের আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধা। এছাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সক্রিয় নেতৃত্বের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি কর্মজীবনে তিনি সাদুল্লাপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশ। একই সঙ্গে তিনি নকল নবীশ এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন।
এরআগে, রবিবার দুপুরে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল সাদুল্লাপুর উপজেলা কৃষকলীগের ছয় সদস্যবিশিষ্ট আংশিক অনুমোদিত কমিটির চিঠি নব নির্বাচিত সভাপতি রায়হানুল হক বরার্ট ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার আলোর হাতে হস্তান্তর করেন।
তিন বছর মেয়াদের অনুমোদিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল জলিল সরকার (পীর সাহেব), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (মাস্টার), সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম আজাহার ও পলাশ চন্দ্র সরকার।
গত শনিবার (২১ জানুয়ারী) সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে কেন্দ্রীয় কৃষকলীগের নেতা ছাড়াও সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন অংশগ্রহণ করেন। পরে তাদের মধ্যে থেকে সর্বসম্মতিক্রমে ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে আগামি ৩০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য জেলা কমিটির নিকট দাখিল করতে বলা হয়।
বিডি গাইবান্ধা ডট নিউজ / সম্পাদক, জিল্লুর রহমান পলাশ