জেলা গাইবান্ধায় রাতে তীব্র শীত অনুভুত হওয়ায় শীতবস্ত্রের অভাবে শান্তিতে ঘুম হচ্ছিল না গাইবান্ধা শহরের হাফিজিয়া ফোরকানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা”র এতিম শিক্ষার্থীরা। তাদের বিষয়টি মানবিকতার সহিত বিবেচনায় ২২জানুয়ারি রবিবার সন্ধ্যায় হাফিজিয়া ফোরকানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার অসহায়, দরিদ্র শীতার্ত ৩শ এতিমদের মাঝে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন’র আয়োজনে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র করেন ও বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ এর ডিআইজি মোহা: আব্দুল আলিম মাহমুদ ( বিপিএম)।
সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন, গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আবু লায়েছ মো: ইলিয়াস জিকু,অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক, গাইবান্ধা পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ মাহবুব আলম, গাইবান্ধা সদর থানার তদন্ত অফিসার ওয়াহেদুল ইসলাম, অপারেশন অফিসার জাহাঙ্গীর আলম,হাফিজিয়া ফোরকানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ হাফেজ মাওলানা মানসুর রহমান খান,
সাংবাদিক সঞ্জয় সাহা, কায়সার প্লাবন, ফয়সাল রহমান জনি, শাকির হায়দার, ওবায়দুল ইসলাম, সুমন মিয়া সহ অনেকে।