গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে বাংলাদেশ কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে।সভাপতি হয়েছেন সৈয়দ রায়হানুল হক রবার্ট, সাধারণ সম্পাদক- বিদ্যুৎ কুমার আলো এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজহারুল ইসলাম আজাহার।
গত ২১ জানুয়ারী উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক।
সাদুল্লাপুর উপজেলা কৃষকলীগের সভাপতি জহুরুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক কুমার পাল।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য কৃষিবিদ লুৎফুল বারি আল ওসমানী, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আরমানুল হক পার্থ, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য রাশেদুল সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ জলিল সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব।
এছাড়াও বাংলাদেশ আওয়ামিলীগ সাদুল্লাপুর উপজেলা শাখা ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ৬ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে নব নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।