গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইন চ্যানেল এশিয়ান টিভির ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উত্তর কেক কর্তন, আলোচনা সভা, হামদ প্রতিয়েগীতা ও বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে পালিত হয়েছে।
১৮ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় গাইবান্ধা জেলা প্রতিনিধি-২ মাহম্মুূদ খানের সভাপতিত্বে গোবিন্দগঞ্জ উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে ভার্চুয়াল বক্তব্য রাখেন গাইবান্ধা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ও গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি এবং গোবিন্দগঞ্জ উপজেলার চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব আরিফ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজসেবা শফিউল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা এনামুল হক,বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শ্যামলেন্দ্যু মোহন রায় জিবু, বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা সভাপতি ও সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান সরকার, চ্যানেল আই জেলা প্রতিনিধি ফারুক হোসেন,বিজয় টিভি জেলা প্রতিনিধি ডিপটি প্রধান, ডিবিসি জেলা প্রতিনিধি রিক্ত প্রসাদ,গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান, সধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, সকালের সময় উপজেলা প্রতিনিধি শাহীন আলম,সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোরআন তেলায়ত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে
পৌরশহর প্রদর্শিন করে।