গাইবান্ধার গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর উদ্যোগে ১৭ জানুয়ারী মঙ্গলবার বিকেলে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৭ এর সদ্য অতীত গর্ভনর এপেঃ শাহারুল ইসলাম টিটু, পিডিজি ৭ এপেঃ খন্দকার জাহাঙ্গীর আলম, এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর প্রেসিডেন্ট এপেঃ জিল্লুর রহমান সরকার, আইপিপি এপেঃ কাজী আসাদুজ্জামান উল্লাস, পিপি এপেঃ মনোয়ার হোসেন রাজু, সার্ভিস ডাইরেক্টর এপেঃ রফিকুল ইসলাম অপু সহ নেতৃবৃন্দ।
পৌরসভার ঝিলপাড়ায় ১৩০ জনের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।