সংবাদ প্রকাশের জেরে ঢাকাপোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতনিধি রিপন আকন্দ এবং প্রেসক্লাবের সহ-সভাপতি রবিন সেনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে কলম বিরতি, ক্যামেরা ডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে গাইবান্ধার সাংবাদিকরা।
রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় গাইবান্ধা শহরের গোরস্থান মোড়ের প্রেসক্লাব গাইবান্ধার সামনে এই কর্মসূচি পালন করা হয়। তিন ঘন্টাবাপী এই কর্মসূচি চলাকালে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেয়।
অবস্থান কর্মসুচিতে প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে বক্তারা রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বিরের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিভিন্ন তথ্য তুলে ধরেন। প্রকল্পের অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে চেয়ারম্যান মোসাব্বির ঢাকাপোস্টের সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছেন। নিজের অপকর্ম ঢাকতে চেয়ারম্যানের এমন মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন বক্তারা।
এদিকে, চেয়ারম্যানের দায়ের করা মিথ্যা মামলার ঘটনায় ফুসে উঠেছেন জেলার সাংবাদিক সমাজ। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সাংবাদিকরা।
উল্লেখ্য, গত বছরের ১৬ নভেম্বর ’ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে অনলাইন সংবাদ মাধ্যম ‘ঢাকা পোস্ট ডট কম’। এতে ক্ষিপ্ত হয়ে গত ৮ জানুয়ারি ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে রংপুর সাইবার আদালতে চাঁদাবাজি ও আইসিটি আইনে মামলা করেন চেয়ারম্যান মোসাব্বির। আদালত মামলাটি আমলে নিয়ে গাইবান্ধা সদর থানা পুলিশকর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।