সারাদেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম-দুর্নীতি এবং চিকিৎসা সেবার নামে নৈরাজ্য বন্ধের দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিসিএমটিএ) নামের একটি সংগঠন।
ঘন্টাবাপী মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, দেশের অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকদের ছত্রছায়ায় স্বাস্থ্যসেবায় বিভিন্ন অনিয়ম-দুর্নীতি চলে আসছে। অনেক ডাক্তার সিন্ডিকেট করে দালালের মাধ্যমে সাধারণ রোগিদের হয়রানী করাসহ নির্বিকারে কমিশন ও টেস্টের (পরীক্ষা) নামে বানিজ্য করছেন। এছাড়া সার্টিফিকেট বিহীন অদক্ষ টেকনিশিয়ান দিয়ে রোগ নির্ণয় করে সাধারণ রোগীদের সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। শুধু তাই নয়, রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে।
অবিলম্বে বক্তারা বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি বন্ধের পাশাপাশি স্বাস্থ্যসেবার সমস্যাগুলোর সুষ্ঠু সমাধানে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্যে বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের (বিসিএমটিএ) কেন্দ্রীয় আহবায়ক গোলাম রব্বানী রিংকু বলেন, সারাদেশে চিকিৎসা সেবায় নৈরাজ্য বন্ধের দাবিসহ জনসচেতনতার লক্ষে কাজ করছে বিসিএমটিএ নামের সংগঠনটি।