গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) গাইবান্ধা শহরের জুম্মাপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানসহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনটি।
কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিল কাজী হুমায়ুন কবির স্বপন। উপস্থিত ছিলেন সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা ইমাম হাসান রমিত, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নিশিদসহ অন্যান্য সদস্যরা।
কর্মসূচীতে বিভিন্ন গ্রুপের ১২ ব্যাগ রক্ত সংগ্রহ হয় এবং ১৭০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া
হয়।