বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ অঙ্গ সংগঠন কর্তৃক অনুমোদিত ” বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে সাদুল্যাপুর এর মানিক কুমার বর্মন’কে আহবায়ক ও পলাশবাড়ীর বিলাশ চন্দ্র মহন্ত শুভকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
সর্বজনীন শিক্ষা চাই, ধর্মীয় বৈষম্যের অবসান চাই ” এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে ঢাকাস্থ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ এর আহবায়ক কাজল কুমার দাস ও সদস্য সচিব শিপন বাড়াইক স্বাক্ষরিত অনুমোদন চিঠি পাওয়া গেছে।
কমিটির অন্য সদস্যরা হলো- যুগ্ন আহবায়ক পদে সৌমিত্র বকসী সৌমিক, সৌরভ রায় প্রিতম, পুজা মহন্ত,গোবিন্দ চন্দ্র এবং সদস্যরা হলো- প্রীতম প্রামানিক, জয় সরকার, বাসু কুমার দাস,উত্তম ভট্টাচার্য,দীপ্ত চৌধুরী,জীবন কুমার বর্মন,
প্রদীপ কুমার কর, রণবীর সরকার হীরা,
সুশান্ত কুমার বর্মন, শয়ন সাহা, রিপন বর্মন, কৃষ্ণ দাস, সুমন রবিদাস, সুদর্শন চন্দ্র দাস প্রমুখ।
বিডি গাইবান্ধা/