নাম মছিয়া। বয়স ৬১। গাইবান্ধা সদরের পুলবন্দির বাসিন্দা। দুই ছেলে দুই মেয়ে। মেয়েদের বিবাহ হয়েছে। দুই ছেলে কামলা কিষানের কাজ করে কোনো রকমে সংসার চালায়। বয়স্ক মার শীত বস্ত্র কেনার সামর্থ্য ছেলের নেই। এই শীতের রাতে গায়ে মুড়ি দিয়ে শোবার তেমন কোন ভারি শীত বস্ত্র নেই বয়সের ভারে নুয়ে নুয়ে পড়া আছিয়া’র। একটি ছেড়া কাথা গায়ে মুড়িয়ে রাতে কোনো রকমে শীত কমে তার। মছিয়া বেগম জানান- এবার দূর্বার গাইবান্ধার কম্বল পেয়ে ভালা হল। শীত আনা কমব শরীরে। ১১ জানুয়ারি বুধবার সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন ” দূর্বার গাইবান্ধার” আয়োজনে গরীব, অসহায়, ভুমিহীন ৩শ শীর্তাত পরিবার মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
শীত বস্ত্র বিতরন করেন- দূর্বার গাইবান্ধার উপদেষ্টা ও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ এর অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার এম রাশিদুল হাসান বকুল।
এ সময় উপস্থিত ছিলেন- দূর্বার গাইবান্ধার সাধারন সম্পাদক ও এস এ টেলিভিশন জেলা প্রতিনিধি কায়ছার প্লাবন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রানা আহমেদ, উপদেষ্টা ও গাইবান্ধা সরকারি কলেজ প্রভাষক কাইয়ুম আজাদ, বাংলা বিভাগের প্রভাষক ইফতেখারুল রহমান ওয়াসিম মিয়া, পুবালি ব্যাংক কর্মকর্তা সোহেল রানা, সাংবাদিকদের মধ্যে সঞ্জয় সাহা, ফয়সাল জনি, মশিউর রহমান মিঠু, হারুনুর রশিদ, পিয়াস প্রমুখ।
বিডি গাইবান্ধা/