বাংলাদেশ মানবাধিকার কমিশন’র ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার আয়োজনে ১০ জানুয়ারি সকালে শহরের পার্ক রোডস্থ সমবায় মার্কেট এর দ্বিতীয় তলায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভাপতি এ,কে,এম সালাউদ্দিন কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক নেশারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ, দুর্বার নেটওয়ার্ক নারী পক্ষ রংপুর অঞ্চলের কল্পনা খাতুন, বিশিষ্ট সমাজসেবক ও সদর উপজেলার উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রউফ, গাইবান্ধা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মিলন খন্দকার।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সহ -সভাপতি আসাদুজ্জামান সরকার মিলন, সাধারন সম্পাদক ফারহান শেখ, গাইবান্ধা প্রেসক্লাব এর সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক কায়সার প্লাবন,
গাইবান্ধা সমবায় ব্যাংক এর সহ-সভাপতি শাহ মুশফিকুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার কোষাধ্যক্ষ জনি শেখ, মহিলা বিষয়ক সম্পাদক বিজলী আক্তার, নির্বাহী সদস্য ফরহাদ আলম, দিসা সরকার, সদস্য ডা: তুহিন মিয়া, সাংবাদিক সঞ্জয় সাহা সহ অনেকে।
আলোচনা শেষে বাংলাদেশ মানবাধিকার কমিশন’র ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন এর প্রতিষ্ঠাতা মহা সচিব ড. সাইফুল ইসলাম দিলদারের ৬৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন ৪১টি দেশে এর কার্যক্রম চলে আসছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠালগ্ন থেকে অবহেলিত, নিপীড়িত নির্যাতিত পরিবারের জন্য আইনি সহায়তা প্রদানের মধ্য দিয়ে কাজ করে আসছে।
বিডি গাইবান্ধা