গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন ৪১ মাইল নামক স্থানে ধর্ষক সুমন সহ তার সঙ্গীদের গ্রেফতার এর দাবীতে সকাল ১১ টার সময়ে ঢাকা রংপুর মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী।
গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চকশিবপুর গ্রামের ৫ম শ্রেণীর ছাত্রী মোছাঃ মুক্তি খাতুন কে গত ২২/১২/২২ ইং তারিখে সন্ধ্যা ৭টার সময়ে পার্শ্ববর্তী চকশিংহডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের পুত্র সুমন ও তার সঙ্গীরা মিলে উঠিয়ে নিয়ে গিয়ে দলবদ্ধ ভাবে ধর্ষন করে।
বক্তারা অবিলম্বে সুমন সহ তার সঙ্গীদের গ্রেফতারের দাবী জানান এবং আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবী জানান।
মানববন্ধন অনুষ্ঠিানে বক্তব্য রাখেন, কমরেড রফিকুল ইসলাম রফিক, কাটাখালী প্রত্রিকার প্রতিষ্টাতা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মানরাধিকার বাস্তবায়ন স্সংস্থার ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সস্পাদক সাজাদুর রহমান সাজু, তালুককানুপুর ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আবু সাইদ লিটন, আহমদ হোন প্রমুখ।