গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ৪ কেজি গাঁজা’সহ ২জনকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
গাইবান্ধা পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা’র সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজু ইসলাম, এর নেতৃত্বে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং করাকালে ইং-৮ জানুয়ারি ২০২৩ ইং তারিখ দুপুর ৩টা .৫০ মিনিটে যাত্রী বাহী বাস চেকিং করাকালে আসামী ১। মোছাঃ বুলবুলি বেগম (৪৭), স্বামী-মোঃ শাহ আলম, ২। মোছাঃ মীম আক্তার, পিতা-মোঃ শাহ আলম, উভয়ের সাং-গাজের কুটি, (পূর্ব গজের কুঠি বাদশা বাজার), থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামদ্বয়ের শরীরে লাল রংয়ের পলিথিনে বিশেষ কায়দায় পাটের সুতলী দ্বারা মোড়ানো অবস্থায় (০২+০২)= ৪ কেজি গাঁজা পাইয়া পলাশবাড়ী থানার মামলা নং-০৫/০৫,তারিখ-০৮/০১/২০২৩, ধারা-৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।
বিডি গাইবান্ধা/