গাইবান্ধায় ৫দিনব্যাপী আন্ত:উপজেলা শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ ( অনুর্দ্ধ-১৭ ) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ( বিওএ)’র তত্ত্বাবধানে ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২৩ পর্যন্ত শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে সকালে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ শুভ উদ্বোধনে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও বক্তব্যর মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
সভাপতিত্ব করেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রাগিব হাসান চৌধুরী আবুল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির ফুলমিয়া,বিওএ)’র প্রতিনিধি আমজাদ হোসেন মজনু।
উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক ফিরোজ খান, অতিরিক্ত যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম রিটেন, নির্বাহী সদস্যদের মধ্যে – মাসুদ উল হক মাসুদ, রেজান্নবী রাজু, বেনজীর আহমেদ, আবু হাসনাত বুলু, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল আলম, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার রোখসানা বেগম,পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস,এম আব্দুল্লাহ, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সর্দার মোস্তফা শাহীন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান সহ অনেকে।
অনুষ্ঠান টি চঞ্চালনা করেন- গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য অমিতাভ দাস হিমুন।
অনুষ্ঠানের শুরুতে নৃত্য প্রশিক্ষক রবিউল ইসলাম স্বপনের পরিচালনায় একটি থিম সং এ নৃত্য পরিবেশিত হয়।
উল্লেখ্য, ৫দিন ব্যাপী খেলায় রয়েছে এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, দাবা, ফুটবল, রাগবী, সুইমিং,টেবিল টেনিস।
বিডি গাইবান্ধা/