সারাদেশের মতো গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১ লা জানুয়ারি রোববার উপজেলার সরকারী-বেসরকারি সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে হাতে বই তুলে দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়,গোলাপবাগ সিনিয়ার আলিম মাদ্রাসা, বিএম বালিক উচ্চ বিদ্যালয় ও গোলাপবাগ কুঠিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কঁচিকাচাঁ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে এ বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান,উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পৌর মেয়র মুকিুতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদুু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহআলম পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী সহ অন্যরা। শিক্ষার্থীদের অতিথির হাত থেকে বই পেয়ে আনন্দিত হয়ে ওঠে।