গত ১২ অক্টোবর নানা অনিয়মের অভিযোগে স্থগিতকৃত ৩৩ গাইবান্ধা-৫ শূন্য আসনের আগামী ৪ জানুয়ারী উপ নির্বাচন ভোট গ্রহন উপলক্ষে প্রতিদ্বন্দি প্রার্থী ও নির্বাচনে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা অঞ্চল ও গাইবান্ধা ৫ আসনের রিটার্নিং অফিসার আরিফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো: কামাল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ, উপ নির্বাচনে প্রতিদ্বন্দি আওয়ামীলীগের মাহমুদ হাসান রিপন,জাতীয় পার্টির এএইচএম গোলাম শহীদ রঞ্জুসহ ৪ প্রতিদ্বন্দি প্রার্থী, ফুলছড়ি-সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারদ্বয়, ফুলছড়ি-সাঘাটা থানার অফিসার ইনর্চাজসহ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় রাশেদা সুলতানা বলেন, আমরা চাইবো মানুষের ভোটাধিকার যেন সঠিক ভাবে সম্পন্ন হয়। জাতীয় নির্বাচনটি যাতে সুন্দর, স্বাভাবিক, অবাধ এবং উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত করতে পারি। প্রার্থীরাসহ আমরা যারা নির্বাচন সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত আছি তারা যেন আইন মোতাবেক দায়িত্ব পালন করি এবং সুন্দর একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে পারি।