বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল গণ মিছিলের আয়োজন করা হয়। ২৪ ডিসেম্বর/২২ ইং শনিবার সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত গণ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির জেলা কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই গণ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক বলেন আজকের প্রোগ্রামে প্রায় ১০ হাজার লোকের সমাগম হয়েছে। আগামী প্রোগ্রামে বিশ হাজার লোকের সমাগম হবে। এভাবে লক্ষ লোকের সমাগম করে গাইবান্ধা জেলায় প্রোগ্রাম করা হবে।
গত ১০ ডিসেম্বর/২২ ইং ঢাকার গণ সমাবেশকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কে গ্রেফতার ও ৭ ডিসেম্বর/২২ ইং বিএনপির কার্যালয়ে পুলিশের গুলিতে মকবুল হোসেন কে হত্যা,মিথ্যা গায়েবি মামলা হামলার প্রতিবাদে ও গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি ঘোষিত জনগণের আকাংখার ১০ দফা দাবি পূরণের লক্ষ্যে বিএনপি সারাদেশে ২৪ ডিসেম্বর গণ মিছিল কর্মসূচি ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশাল গণ মিছিল।
গণ মিছিল শেষে জেলা কার্যালয়ের সামনে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুন্নবী টিটুল সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।