গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্থগিত হওয়া জামালপুর,বনগ্রাম ও কামারপাড়া তিনটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.আর.এম মাহফুজার রহমান ।এসময় জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। আরো উপস্থিত ছিলেন এনডিসি, অতিরিক্ত জেলা প্রশাসক, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।এরপর বিকালে সাদুল্লাপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে তিন ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম।