গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের দূরপাল্লার গাড়ী চেকিং অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
থানা সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) পরিমল চন্দ্র রায়, এর নেতৃত্বে এসআই(নিঃ) মোল্যা মোঃ জাহাঙ্গীর কবির, পিএসআই(নিঃ) মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স পলাশবাড়ী থানাধীন রংপুর – ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে গতকাল ১৮ ডিসেম্বর রবিবার ১ টা ১৫ মিনিটের সময় যাত্রী বাহী বাস এফকে লাইন, যাহার রেজি নম্বর ঢাকা মেট্রো-ব-১৩-১৮৪৭ থামিয়ে চেকিং করাকালে মাদককারবারি ১। সাজু মিয়া(২৮) এর দুই পায়ের মাঝখানে থাকা একটি প্লাষ্টিকের তৈরী একটি সাদা রংয়ের বাজারে ব্যাগের ভিতর সাদা পলিথিন ও পেপার দিয়ে মোড়ানো প্লাষ্টিকের সুতলী দিয়ে বাধানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করে।
এবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-১৭/৩২৭, তারিখ-১৮/১২/২০২২, ধারা-৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।