দুর্নীতির সংবাদ প্রকাশে মানহানি মামলার শিকার যমুনা টেলিভিশনের গাইবান্ধা করেসপনডেন্ট জিল্লুর রহমান পলাশকে আইনি সহায়তা দেবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন। একই সঙ্গে আইনি প্রক্রিয়ায় (মামলা) খরচ বহনে পলাশকে অর্থ সহযোগিতার সিন্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে আর্টিকেল নাইনটিন ঢাকার কার্যালয় থেকে মোবাইলে পাঠানো ক্ষুদে বার্তায় (এসএমএস) এই তথ্য জানানো হয়। এছাড়া সংস্থাটির পক্ষে আফরি মুঠফোনে সাংবাদিক পলাশের সঙ্গে কথা বলেও বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মানহানির অভিযোগে করা মামলার ঘটনায় প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে আর্টিকেল নাইনটিন আইনি সহযোগিতাসহ মামলার খরচ বহনে অর্থ প্রদানের সিন্ধান্ত নিয়েছে। এজন্য আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে আর্টিকেল নাইনটিনের ঢাকার কার্যালয় থেকে অর্থ সহায়তার চেক সংগ্রহের কথা জানান তিনি।
জানা গেছে, টানা ৫ বছরের চাকরিতে ঘুষ-দুর্নীতির রাজত্ব কায়েম করেন সুন্দরগঞ্জ উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার। তার দুর্নীতিমূলক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে একাধিক প্রতিবেদন প্রচার করে যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যম। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ১৫ অক্টোবর মানহানির অভিযোগে রংপুর আদালতে পৃথক দুটি মামলা করেন তিনি। মামলায় জিল্লুর রহমান পলাশসহ স্থানীয় ৫ সাংবাদিককে বিবাদী করা হয়। আগামী ১৬ জানুয়ারী মামলা দুটির চার্জ শুনানীর জন্য দিন ধার্য্য করেছে আদালত।
প্রসঙ্গত : আর্টিকেল নাইনটিন বাংলাদেশের কার্যক্রমের অংশ হিসেবে সহিংসতা, হামলা, মামলা, হত্যার শিকার সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সোশাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের বিভিন্ন প্রকল্পের আওতায় সহযোগিতা প্রদান করে থাকে। এজন্য চলতি বছরের ৩০ জুনের মধ্যে আগ্রহী সহযোগিতা প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান জানায় সংস্থাটি।