গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে,উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে,ও উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু।
অন্যান্য অতিথির মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম আব্দুল্লাহ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলতামাশুল ইসলাম শিল্পি,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্নঃ সাধারন সম্পাদক মিয়া আসাদুজ্জামানের হিরু,যুগ্নঃ সাধারন সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলার সূর্য সন্তান সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।