বাংলাদেশের সাংবাদিকতার সবচেয়ে প্রাচীনতম ও সরকারি নিবন্ধন কৃত সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সম্মেলন গত ২ ডিসেম্বর ঢাকায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি সাংবাদিক জিল্লুর রহমান সরকার ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাজাদুর রহমান সাজু কে নির্বাচিত করা হয়েছে।
এদিকে জিল্লুর ও সাজুকে সদস্য নির্বাচিত করায় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি আলতাফ হোসেন ও মহাসচিব কামরুল ইসলাম সহ নেতৃবৃন্দ কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ও সেই সাথে নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।।