গাইবান্ধা মানবিক পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর বদলীজনিত বিদায়-উপলক্ষে অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ” দুর্বার গাইবান্ধা”র পক্ষ থেকে বুধবার রাতে শহরের পুলিশ ক্যাফেতে সংবর্ধনা প্রদান আয়োজন হয়। এতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক দিয়ে তাকে সংবর্ধনা প্রদান প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন-মানুষকে ভালবাসতে হবে। ভাল বিহাব করতে হবে। তবেই বিপদে মানুষকে কাছে পাওয়া যায়। মানুষ ভালবাসা যা আমাকে দিয়েছেন আমি তা ভুলব না। সমাজের যত দুষ্ট লোক আছে তাদের সমন্ধে পুলিশকে খোজ খবর দেন তাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারবে। নতুন পুলিশ সুপার সাহেবও ভাল। তিনিও মানুষের পাশে দাঁড়াবে।
তিনি আরও বলেন- দূর্বার গাইবান্ধা এগিয়ে চলুক। পরবর্তী কর্মস্থলে তিনি যেন মানুষের কাজ করতে পারে এ জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে গাইবান্ধা সরকারি কলেজের প্রভাষক ও দূর্বার গাইবান্ধার উপদেষ্টা আব্দুল কাইয়ুম আজাদ এর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন-গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, গাইবান্ধা ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক আইয়ুব আলী, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রফেসর ও দূর্বার গাইবান্ধার উপদেষ্টা রশিদুল ইসলাম বকুল, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক, দূর্বার গাইবান্ধার সাধারন সম্পাদক কায়সার প্লাবন, দুর্বার গাইবান্ধার সাংগঠনিক সম্পাদক নাজিম আহমেদ রানা, পুবালি ব্যাংক কর্মকর্তা সোহেল রানা, গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক, বিডি গাইবান্ধা ডট নিউজ’র বার্তা সম্পাদক, দৈনিক নতুন দিন ও দৈনিক বায়ান্ন পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি ফয়সাল রহমান জনি।
উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, সাংবাদিক মশিউর রহমান মিঠু, দুর্বার গাইবান্ধার সদস্য এস,এম পিটার সহ অনেকে।
এছাড়াও গাইবান্ধা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ঢাকার অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন। তিনি ২০১৯ সালের ২রা এপ্রিল গাইবান্ধায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি গাইবান্ধার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক কাজ করে গেছেন।
বিডি গাইবান্ধা/