২৯ নভেম্বর (মঙ্গলবার)বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ৩৮৮ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। উক্ত কমিটিতে সহ-সম্পাদক নির্বাচিত হয় সাদুল্লাপুর উপজেলাধীন ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের, অবসরপ্রাপ্ত সেনা কর্মকতা ওয়ারেন্ট অফিসার মরহুম রোস্তম আলী সরকারের ৩য় সন্তান মোঃ শাহরিয়ার কবীর অন্তর। তিনি ১৯৯৮ সালে কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৬ সালে গাইবান্ধা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যায়ন করতেছেন।
তিনি বিডি গাইবান্ধা ডট নিউজ কে বলেন,আমি রাজনীতিকে উপলব্ধি করার শুরু থেকেই মুজিব আদর্শকে বুকে ধারণ করেছি। আমি মুজিব আদর্শকে লালন করেই মানুষের উন্নয়নের রাজনীতি করতে চাই সব সময়।
আমি জাবি ছাত্রলীগের সম্মানিত সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেইজে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞতিতে এ কমিটি ঘোষণা করা হয়। এই ঘোষণার মাধ্যমে আকতারুজ্জামান সোহেল ও হাবিবুর রহমান লিটন কমিটি পূর্ণতা পেল।
৩৮৮ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে মোট ১০০ জন; সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন করে; সহ-সম্পাদক পদে ৬৬ জন এবং কার্যকরী সদস্য পদে ৫৫ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া বিভিন্ন সম্পাদক ও উপ-সম্পাদক পদে মোট ১৪৩ জন মনোনীত হয়েছেন।
কমিটি ঘোষণারা পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘রাত ৯টার পর বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেইজ থেকে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। এর মাধ্যমে জাবি শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণতা পেল। আশা করি শাখা ছাত্রলীগ পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।’
উল্লেখ্য, ২০১৭ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি পেয়েছিল জাবি ছাত্রলীগ। পাঁচ বছর দায়িত্ব পালন করার পর ২০২১ সালের অক্টোবরে জুয়েল-চঞ্চল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে চলতি বছরের ৩ জানুয়ারি সোহেল-লিটন কমিটি দায়িত্ব গ্রহণ করে।