গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল ২৮ নভেম্বর সোমবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ২৯টি কেন্দ্রে ভোট নেওয়া হবে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএমে)। এ উপলক্ষে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ইভিএম মেশিনসহ নির্বাচনি সরঞ্জাম।
রোববার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্তর থেকে এসব নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়। সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো. লুৎফর রহমান সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার হাতে এসব নির্বাচনি সরঞ্জাম তুলে দেন। পরে স্ব-স্ব প্রিজাইডিং কর্মকর্তারা আইনশৃঙ্খলাবাহীনির সহযোগিতায় নির্বাচনি সরঞ্জাম নিয়ে কেন্দ্র রওনা দেন।
ভোটগ্রহণ সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পুন্ন করতে সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছে রিটানিং কর্মকর্তা ও উপজেলা প্রশাসন। এ বিষয়ে রিটানিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার লুৎফর রহমান বলেন, প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্যসহ ১৮ জন আইনশৃঙ্খলাবাহীনির সদস্য দায়িত্ব পালন করবেন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রোকসানা বেগম বলেন, ভোট কেন্দ্রসহ বাহিরের নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ন রাখতে পুলিশ, র্যাব, বিজিবি ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্র একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে নিয়োজিত থাকবে।
তিন ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তিন ইউনিয়নে ২৯টি ভোট কেন্দ্রে মোট ৬৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।