গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইটভাটা শ্রমিক মানসিক রোগে আক্রান্ত যুবক সাইফুল ইসলামের একই গ্রামের একটি বাশ ঝাড়ে ব্যবহৃত নিজের মাফলারে বাশের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে। পলাশবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা জানা যায়, মানসিক রোগে আক্রান্ত থাকায় সে আত্মহত্যা করেছে। আজ বুধবার সকালে উপজেলার পারবর্তীপুর গ্রাম বাশ ঝাড় হতে এ মরদেহটি উদ্ধার করে পলাশবাড়ী থানা পুলিশ। এরপর পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করে। নিহত যুবক সাইফুল ইসলামের স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে।
এবিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ তদন্ত দিবাকর জানান,নিহত যুবকের মানসিক রোগে আক্রান্ত ছিলো সে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়ায়, পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।