গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা তুঙ্গে ওঠেছে। ইতোমধ্যে নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান উঠান বৈঠক করাসহ গণসংযোগ অব্যাহত রাখছেন।
এরই অংশ হিসেবে শনিবার সকালে হবিবুল্লাহ গ্রামের একাধিক স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তি বক্তব্য দেন।
অনুষ্ঠান চলাকালে সহ¯্রাধিক ভোটার উপস্থিত ছিলেন। এতে নৌকা প্রতীকের জয় নিশ্চিত কল্পে মুখরিত ওঠে পুরো এলাকা। নারী ভোটারাও যেন পিছে নেই। তারাও মোখলেছুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করতে বদ্ধপরিকর।
জানা যায়, সম্প্রতি উঠান বৈঠকের পাশাপাশি বনগ্রাম ইউনিয়নের প্রত্যেকটি হাট-বাজার ও গ্রাম-পাড়ায় গণসংযোগে কোমর বেঁধে মাঠে নেমেছে মোখলেছুর রহমান। ভোট প্রার্থনায় দিন-রাত চষে বেড়াচ্ছে এলাকার এপ্রান্ত থেকে ওপ্রান্তরে। এলাকার সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। যার ফলে দিন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই প্রার্থী। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী মোকলেছুর রহমান এগিয়ে রয়েছে বলে ভোটররা জানান।
বনগ্রাম ইউনিয়নের নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মোকলেছুর রহমান বিডি গাইবান্ধা ডট নিউজ কে জানান, ইতোমধ্যে ভোটারদের সমর্থনে এগিয়ে আছেন তিনি। আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণের মাধ্যমে জয়ের ব্যাপারে আশাবাদি।
তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মাদকমুক্ত করাসহ এলাকার মানুষের কল্যাণে সার্বিক উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ।