সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার বাসিন্দা,আগামীর পৌর মেয়র ও গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত কে দেখতে এসে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা।
গত ৩১ অক্টোবর সোমবার আতর্কিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত উন্নত চিকিৎসা শেষে আজ ১৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পাশে নিজ বতসবাড়ীতে পৌছালে শত শত নেতাকর্মীরা তাকে দেখতে ভীড় জমায়। এ সময় তারা হামলাকারীগং প্রধান পৌর মেয়র বিপ্লব ও তার ভাই পল্বব প্রধানের গালে গালে জুতা মারো তালেসহ নানা শ্লোগাণ দিয়ে বিক্ষোভ প্রকাশ করেন।
এসময় উত্তেজিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ এর সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত,বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক রিগ্যান,গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সহ সভাপতি মিল্লাত সরকার মিলনসহ ছাত্রদলের দুই জেলার বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্দ।
বক্তারা, রবিউল ইসলাম লিয়াকতসহ আহত দলীয় নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ ও দলীয় আন্দোলন সফল করতে দূর্বার গতিতে এগিয়ে যাওয়ার আহবান জানান। এছাড়াও তারা আহতদের প্রতিটি রক্তের বদলা নেওয়া হবে বলে জানান।