গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গণসাক্ষরতা অভিযান এর সহযোগিতায় মালালা ফান্ড ও ছিন্নমূল মহিলা সমিতি গাইবান্ধার সহযোগিতায় Influence schools and sub-national and national decision makers towards a more gender-responsive, climate-resilient, and digitally-oriented secondary education environment in Bangladesh শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পেটি বাস্তবায়ন উপলক্ষে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান।
র্যালী শেষে স্কুল চত্বরে উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজু মিয়ার সভাপতিত্বে ও ছিন্নমূল মহিলা সমিতির সহকারী পরিচালক এবিএম মাছুদুন্নবী লিপন এর সঞ্চালোচনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, গাইবান্ধা জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষক কামরুল হাসান, গুনভড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতলুবর রহমান বুলু , কঞ্চিপাড়া এমএইউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ মশিউর রহমান মিলন, ছাত্র,ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ বাহুরল, আফসানা আক্তার প্রমুখ।