নীলফামারী জেলার ৩নং খোকশাবাড়ী ইউনিয়ন ৯নং ওয়ার্ডে শ্যামলাল পাড়া শ্রী শ্রী বিষ্ণু মন্দিরের নব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান ও মেম্বারকে বরনমেলা অনুষ্ঠিত।
শ্যামলালপাড়া শ্রী শ্রী বিষ্ণু মন্দিরের সভাপতি প্রদীপ চন্দ্র রায় সাধারণ সম্পাদক হরসুন্দর রায় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রায় এবং অর্থ সম্পাদক সাংবাদিক সাগর চন্দ্র রায়ের নেতৃত্বে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত অনুমানিক ১০ঃ৩০ মিনিটে ফুলের শুভেচ্ছা দিয়ে চেয়ারম্যান ও মেম্বারকে বরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশান্ত রায় চেয়ারম্যান ৩ নং খোকশাবাড়ী ইউপি ও সাধারণ সম্পাদক ৩ নং খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ, ৯ নং ওয়ার্ডের মেম্বার ইমরান আলী সাবেক মেম্বার আব্দুল আজিজ ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি গোলাম রাব্বানী প্রমুখ।
প্রশান্ত রায় চেয়ারম্যান জানান শ্যামলালপাড়া শ্রী শ্রী বিষ্ণু মন্দিরের সকল ভক্তবিন্দুদেরা আপনারা একসাথে মিলেমিশে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপাসনা করবেন সকল ধর্মীয় অনুষ্ঠান একসাথে মিলেমিশে করার পরামর্শ দেন তিনি , তিনি বলেন সৃষ্টিকর্তা ঈশ্বরের সেবা করতে হলে মানুষকে ভালোবাসতে হয়।