গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট বাজারের সিএনজি স্ট্যান্ডের পাশে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১০ ঘটিকার দিকে এই ঘটনা ঘটে।
স্হানীয়রা জানান, বাড়ি থেকে দুই বন্ধু ভরতখালীর দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিল। এসময় কচুয়াহাটের সিএনজি স্ট্যান্ডের দিকে আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একই এলাকার এক পথচারীকে বাঁচাতে গিয়ে দূর্ঘটনায় চালকসহ দুইজনই নিহত হন। নিহতরা হলেন কচুয়া হাটগ্রামের আব্দুর রহিমের পুত্র নূরে আলম (৩৫) ও ছাট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর পুত্র রনি মিয়া (৩০)।
অপরদিকে পথচারী আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্হা আশংকাজনক। সাঘাটা থানার ওসি মতিউর রহমান সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।