সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে । আজ ৭ নভেম্বর সোমবার সকালে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও বিজয়ী তিনটি স্টল কে পুরস্কার তুলে দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।
এসময় উপজেলার ইউপি চেয়ারম্যানগণ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও কর্মচারিগণসহ সর্বসাধারন মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী বিকাল ৩ ঘটিকায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর সমাপ্তি ঘটে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের, থানা পুলিশ,ফায়ার সার্ভিস ষ্ট্রেশন, ইউনিয়ন পরিষদ,ইউনিয়ন পরিষদের উদ্যোগক্তা, বিদ্যুৎ বিভাগ,ব্যাংক, বিমা,সহ বিভিন্ন সেক্টরে ডিজিটাল উদ্ভাবনী সম্ভবনা, সেবার বিষয় গুলো তুলে ধরেন।