গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় গোবন্দগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী শাহ আলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বোরজাহান আলী। এর আগে একটি র্যালী শহরের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।