অনলাইন গাইবান্ধা ডট বিডি ও দেশের কণ্ঠ পত্রিকায় নিউজ দেখে অনুপ্রাণিত হয়ে হুইল চেয়ার প্রদান করে মানুষ মানুষের জন্য এমন মানবিকতার পরিচয় দিলেন কুয়েত প্রবাসী জাকিরুল ইসলাম জাকির। রবিবার সকালে বন্ধন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান উপদেষ্টা এসএম জাকিরুল ইসলাম জাকিরের সার্বিক সহযোগিতায় সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের আকবার ফকিরের পুত্র রানু ফকিরকে হুইল চেয়ার প্রদান করেন উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত শান্ত। এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি রমজান আকন্দ, কার্যকরী সদস্য সাংবাদিক আমিনুর রহমান ও সদস্য জামিরুল ইসলাম।
কুয়েত প্রবাসী জাকির মুঠোফোনে বলেন- দেশের বাহিরে থাকলেও মন প্রাণ পড়ে থাকে জন্মস্থান বাংলাদেশে। এলাকার মানুষের জন্য কিছু করার জন্য সবসময় ইচ্ছে জাগে। মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজেরও ভাল লাগে। ভবিষ্যতে জামালপুর ইউনিয়নের সেবক হিসেবে পরিচিত হতে চান বলে জানান তিনি। রানু ফকির আবেগ আপ্লূত কণ্ঠে বলেন- আমি ঢাকায় রিকসা চালিয়ে জীবন পার করতাম। বাড়িতে এসে গাছের ডাল কাটার সময় পড়ে গিয়ে কোমর মেরুদণ্ড ভেঙে যায়। সকলের সহযোগিতা চিকিৎসা করে কোন রকম বেচে আছি। নিজের কোন থাকার ঘর নেই বউ বাচ্চাকে নিয়ে অন্যের ঘরে থাকি। বাহিরে যেতে পারিনি এখন এই হুইল চেয়ারের বসে বাহিরে যেতে পারব। আল্লাহ জাকির চাচা, আমিনুর চাচাসহ বন্ধন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ভাল করবেন।
ইয়াসির আরাফাত বলেন- বন্ধন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অরাজনৈতিক প্রতিষ্ঠান। মানবতার সেবায় নিয়জিত। যে কোন ব্যক্তি সহযোগিতার মাধ্যমে মানব সেবায় অংশ গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য জাকির ইতিমধ্যে বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা, মসজিদ, মক্তবে সাহায্যের হাত বাড়িয়েছেন। করোনা কালিন সময়ে মাস্ক, সাবান, খাদ্য সামগ্রী বিতরণ এবং বর্তমানেও গরীব অসহায় মানুষের সহযোগিতা করে যাচ্ছেন।