গাইবান্ধায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে অংশগ্রহণকারীদেরকে সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার জেলা এলজিইডি কামরুল ইসলাম সিদ্দিক মিলানায়তনে এই প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়। প্রশিক্ষণ নেওয়া শিশুদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার।
ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারত্বে দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতার বিশ্বের প্রথম সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য দেন, গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদ হাসান সিদ্দিকি, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাধুকর এর নির্বাহি সম্পাদক কে এম রেজাউল হক, জেলা এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, আর টিভির জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস জুয়েল, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক সৈয়দা মৌ জান্নাত মহুয়া, কিংশুক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক একেএম সামীয়ুর রহমান শামীম, গাইবান্ধা বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদি হাসান প্রমূখ। স্বাগত বক্তব্য দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা জেলা সমন্বয়কারী তাজুল ইসলাম রেজা।
দুই দিনব্যাপী এই কর্মশালায় গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ২১ জন শিশু অংশ নেয়। অংশগ্রহণকারীদেরকে মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রসঙ্গত. ২০১৩সালের ৩১মার্চ শিশুদের নিয়ে শিশুদের জন্য বিশেষায়িত ওয়েবসাইট এই হ্যালোর (https://hello.bdnesw24.com/) যাত্রা শুরু হয়। হ্যালোর জন্য সংবাদ সংগ্রহ থেকে পরিবেশন পর্যন্ত সব কাজেই যুক্ত রয়েছে শিশু ও কিশোর সাংবাদিকরা। সংবাদভিত্তিক এই ওয়েবসাইটটি পরিচালনা করছে দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।