সঞ্জয় সাহা: ষড়ন্ত্রমূলকভাবে মিথ্যা নাশকতা মামলায় গাইবান্ধা পৌর আওয়ামীলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার খান মো: সাঈদ হোসেন জসিম ৫দিন কারাভোগ করে জামিনে কারামুক্তি পেয়েছেন। সোমবার বিকেলে গাইবান্ধার কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে শত শত নারী পুরুষ, ব্যবসায়ী, ও সাধারন জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি এবং পরে তারা জসিম ও তার ৩ভাইকে বহনকারী কার ও মটর সাইকেলের শো ডাউন এর মধ্য দিয়ে শহরের পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন।
জানা গেছে, ২০২১ সালে গাইবান্ধা পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে ভোট গণনাকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের আশপাশের উৎসুক জনতা ও প্রশাসনের মধ্যে অনাঙ্খিত সহিংসতার ঘটনায় প্রশাসন কর্তৃক দায়েরকৃত মামলার এজাহারে নাম না থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে কাজ করায় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাইদ হোসেন জসিম ও তার তিন ভাইকে চার্জশীটে নাম অর্ন্তভুক্ত করলে গত ১৯ অক্টোবর তাকে কারাবন্দি করা হয়। ২৪ অক্টোবর সোমবার গাইবান্ধা জেলা জজ আদালত জামিন মঞ্জুর করলে বিকালে খান মোহাম্মদ সাঈদ হোসেন জসিম সহ তার তার তিন ভাই গাইবান্ধা জেলা কারাগার থেকে মুক্তি পায়।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম শাকির হায়দার পিয়াস, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, জেলা যুবলীগ নেতা জান্নাতুল ফেরদৌস কানন, সাবেক ছাত্রলীগ নেতা ইবনে হাসান জীবন, ফাহিম ইসলাম দীপ, গাইবান্ধা পৌর মহিলা আওয়ামীলীগ এর সভাপতি জেসমিন মাসুদ রানী, আওয়ামীলীগ মহিলা নেত্রী রিংকি, সাবেক ছাত্রলীগ নেতা বিশাল প্রমুখ।
বিডি গাইবান্ধা/