গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ ইং এর শিক্ষার্থীদের নিয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্যাচ ৯৯ (জি আই এইচ এস) গত ২০২১ সালে এই সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। সেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের ধারাবাহিকতায় আজ ২১ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা গাইবান্ধায় কাশেমুল উলুম নূরানী হাফিজিয়া এতিমখানায় এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ কার্যক্রমে সংগঠনটির পক্ষে এসময় উপস্থিত ছিলেন ব্যাচ ৯৯ (জি আই এইচ এস) এর সভাপতি মোঃ আশরাফুল আলম আসাদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল তামিম, সহ-সাধারণ সম্পাদক খান মোঃ বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদত হোসেন ,সদস্য তুষার, কুশল ও রানা আরও উপস্থিত ছিলেন হাফিজিয়া এতিমখানার সম্মানিত সভাপতি মোহাম্মদ আবুল কাশেম সরকার, অত্র হাফিজিয়া এতিমখানার শিক্ষক হাফেজ মোহাম্মদ মুকুলসহ অত্র এলাকার মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মুসল্লিগণ উপস্থিত ছিলেন। খাবার বিতরণের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়।