গাইবান্ধার ঐতিহ্যবাহী শতবর্ষী সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর নব-নির্বাচিত সভাপতি – সাধারন সম্পাদক, সদস্যদের অভিষেক (শপথ) প্রদান অনুষ্ঠিত হয়। সে সাথে বিদায়ী সাধারন সম্পাদককেও ফুলের তোড়া ও উত্তরীয় পরিধান করান প্রধান অতিথি।
গানাসাস এর আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় গানাসাস মিলনায়তনে সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান।
তিনি বলেন- শুধু মুখে বললেই হবে না এটি ঐতিহ্যবাহী শতবর্ষী সংগঠন। কাজ কর্মের মাধ্যমে তা প্রমান করতে হবে। সকল সদস্যদের ডেকে তাদের মতামত নিয়ে কাজ করতে হবে। শুধু বিশেষ বা বাৎসরিক প্রগ্রামে ডাকলে হবেনা। যে ১২৬ জন সদস্য ও সাধারন সদস্য রয়েছে তাদেরকেও ডাকতে হবে। যে নতুন প্রজন্ম আসবে। সে নতুন প্রজন্মের মধ্যেও সুস্থ ও স্বাভাবিক প্রক্রিয়ায় জাতির জেনারেশন। তারা যেন ডেভেলপ করতে পারে সে জন্য গানাসাস থেকে বিভিন্ন ম্যাসেজ দেবার চেষ্টা করবেন। আপনাদের যা করতে হবে মাসব্যাপী বা বছরব্যাপী প্রগ্রামের মাধ্যমে সকলকে ব্যস্ত রাখতে হবে। শিল্প সংস্কৃতির সাথে যারা রয়েছেন তাদেরকেও সাথে রাখবেন। গানাসাসকে নিয়ে মোকাবেলা করে যে অবস্থায় ছিল তা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শেষে তিনি গানাসাস এর পথচলা সুন্দর চেয়ে প্রত্যয় ব্যক্ত করেন।
এতে সভাপতিত্ব করেন- ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু। বক্তব্য রাখেন- গানাসাস এর নব-নির্বাচিত কার্যকরি সভাপতি শাহজাহান খান আবু, সাধারন সম্পাদক এ্যাড : হানিফ বেলাল।
পরে সদস্যদের শপথ বাক্য পাঠ করান গাইবান্ধা জেলা প্রশাসক ও গানাসাস সভাপতি অলিউর রহমান। শপথ বাক্য পাঠ করান শেষে সদস্যদের ফুলের ষ্টিক ও উত্তরীয় পরিধান করে বরণ করে নেন প্রধান অতিথি।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিধানের মধ্য দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় গানাসাস এর সকল সদস্য সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এর সদস্য, শিল্পী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি গাইবান্ধা/